রাজশাহীর বাগমারা উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রায় ৩৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে হাসিমুখে বাসায় যান শীতার্ত পরিবারের সদস্যরা।