1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিংড়ায় সিএনজি থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজন গ্রেফতার

মোঃ কাবিল উদ্দিন কাফি
আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:৩০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:৩০:৪৩ অপরাহ্ন
সিংড়ায় সিএনজি থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজন গ্রেফতার ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
নাটোরের সিংড়ায় সিএনজি-অটোরিক্সা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অপর ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন।
 
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় ১ মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী। শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে।
 
পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুজনের নামে সিংড়া থানায় মামলা করেন।
 
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ