রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত নিরাপদ ফসল চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার চাকিপাড়া গ্রামে ওরাও হাসবে ফাউন্ডেশন ও প্রাকৃতিক কৃষক সমাজের যৌথ আয়োজনে প্রশিক্ষ অনুষ্ঠিত হয়।
উপজেলার চকরাজাপুর,বাজু বাঘা ইউপি ও বাঘা পৌর এলাকার আগ্রহী চাষিদের প্রাকৃতিক চাষের উপরে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কৃষির ইতিহাস ও চলমান কৃষি সংকট মোকাবেলায় প্রাকৃতিক চাষের গুরুত্ব বিষয়ে মূল আলোচনা পেশ করেন, প্রাকৃতিক কৃষি গবেষক, ইফতেখার আলী ও প্রাকৃতিক চাষী শাহাদাত হোসেন।
সবজি চাষী আসিফ আহমেদ বলেন, নিজে সুস্থ থাকার জন্য হলেও আমাদের প্রাকৃতিক উপায়ে চাষ করা উচিত।
আঙ্গুর চাষী মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ওরাও হাসবে ফাউন্ডেশনের, ফারুক হোসেন, শামীম আহমেদ, জয়নুল আবেদীন।