1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৬:১৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৬:১৫:৩৪ অপরাহ্ন
পুঠিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিকি ছবি
রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)কে ধর্ষণের অভিযোগে সিফাত আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাত ১১ টার দিকে পৌর এলাকার কাঁঠালবাড়ীয়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
 
 
গ্রেফতারকৃত ধর্ষক সিফাত আলী (২৩) উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ মাইপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
 
 
থানা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর কাঁঠালবাড়ীয়া এলাকায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে দেখা করার কথা বলে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতেই ধর্ষণ করে সিফাত। ঘটনার এক মাসপর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সিফাত পূনরায় একই কায়দায় ওই ছাত্রীর বাড়িতে এসে কৌশলে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে সিফাতকে গ্রেফতার করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
 
এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য আজ বুধবার রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ