পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। উপজেলার বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর থানাধীন চকধাধাশ গ্রামে এ ঘটনা ঘটে৷ এঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে বেলপুকুর ইউনিয়নের চকধাদাশ গ্রামের ইয়াকুবের ছেলে সুজন (৩২) গভীর রাতে ভিক্টিমের ঘর থেকে গ্রামবাসীর কাছে আটক হয়৷
পরে সকালে থানায় খবর দিলে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়৷ এ ঘটনায় ভিক্টিম নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন৷ আসামীকে দুপুরে আদালতে পাঠিয়েছেন পুলিশ। সেই সাথে ভিক্টিমকে পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় দুজনকে থানায় নিয়ে আসি, ভিকটিম নিজেই বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। আসামীকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ আর ভিক্টিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷