1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালাই রুটি-হাঁসের মাংস বিক্রিতে প্রতারণা, জরিমানার টাকায় পথশিশুদের শিক্ষা উপকরণ

আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন
কালাই রুটি-হাঁসের মাংস বিক্রিতে প্রতারণা,  জরিমানার টাকায় পথশিশুদের শিক্ষা উপকরণ
 শাহ, সোহানুর  রহমান   রাজশাহীতে কালাই রুটি ও হাঁসের মাংস বিক্রিতে প্রতারণার ঘটনায় মো. সাদিকুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঙ্গলবার (১১ জুলাই) সকালে শুনানি শেষে অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এ জরিমানা করেন। পরে আইন মোতাবেক জরিমানার এক চতুর্থাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। তবে এ টাকা 'স্বপ্নবাজ' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পথশিশু ও অসহায় মেধাবীদের শিক্ষা উপকরণ প্রদানে ব্যয় করা হবে।

দৈনিক সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর  পেতে Google News/www.sonalirajshahi.com

ভোক্তা অধিকার অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার 'কালাই ঘর' হোটেলে রুটি খেতে যান দুজন সাংবাদিক। তারা তিনটি রুটি ও দুই হাফ বাটি হাঁসের মাংস অর্ডার করেন। কিন্ত পরিমাণের চেয়ে অর্ধেক মাংস দিয়ে উল্টো ১০০ টাকা বাড়তি দাম নেয়া হয় তাদের কাছে। এ সময় মূল্য তালিকাও টাঙানো ছিল না ওই হোটেলে। ফল লিখিতভাবে অভিযোগ করেন সাংবাদিকরা। পরে শুনানির দিন ধার্য করে উভয়পক্ষকে ডাকা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণ হলে দোষ স্বীকার করেন ওই অভিযুক্ত ব্যবসায়ী।

বিষয়ে অভিযোগকারী সাংবাদিক বলেন, জনস্বার্থে অভিযোগ দায়ের করি। তবে প্রাপ্ত এ টাকা স্বপ্নবাজ সংগঠনের মাধ্যমে পথশিশু ও অসহায় মেধাবীদের জন্য শিক্ষা সামগ্রী উপহার হিসেবে ব্যয় করা হবে। তিনি বলেন, অনেকে ভোক্তা অধিকার সম্পর্কেই অবগত নয়। তাদেরও আইনকানুন জানতে হবে। এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, আইনের যথাযথ প্রয়োগে আমরা বদ্ধ পরিকর। কাউকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। তবে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হন, সে ব্যাপারে আমাদের নজরদারি থাকবে। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ