প্রায় ৩৩ বছর ধরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়েছে, ‘ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা ২০-০১-২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে।’
অষ্টম ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সব সুযোগ সুবিধা এবং সমস্ত বকেয়া বেতনসহ সার্ভিস বেনিফিটের দাবি নিয়ে সংবাদপত্রটির কর্মীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। গতকাল রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এর মধ্যেই আজ পত্রিকাটি বন্ধের ঘোষণা দিলো কর্তৃপক্ষ।১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা এই দৈনিক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ দৈনিকটি গত দেড় দশক বেশ সুযোগ-সুবিধা ভোগ করেই বাজারে ছিল। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপে পড়ে পত্রিকাটি। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত গত ১৬ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় য়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।