1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:৫০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:৫০:৫৮ অপরাহ্ন
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 
 
সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 
 
 
তিনি বলেন, ‘এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে।’
 
গত কয়েকদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং নানা ধরনের সীমান্ত ঘটনা ঘটানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ধরনের উত্তেজনা মোকাবিলায় বিজিবিকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে পারে।
 
সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে বিজিবি সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, পাশাপাশি জননিরাপত্তা বজায় রাখতেও সহায়ক হবে এই পদক্ষেপ। বিজিবির সদস্যরা আগের চেয়ে আরও কার্যকরভাবে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে পারবেন এই নতুন অনুমোদনের মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ