শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা
নিউজ ডেস্ক:
আপলোড সময় :
২১-০১-২০২৫ ০৬:৩৮:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৫ ০৬:৩৮:২২ অপরাহ্ন
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখা।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে গাংগিনাপাড় ডিসি গেট সংলগ্ন অফিসের সামনে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাড.মো: আব্দুর রব আল আমিন খোকন, সিনিয়র সহ সভাপতি অ্যাড. লুৎফর রহমান শাওন , সাধারণ সম্পাদক অ্যাড. মো: শাহরিয়ার হোসেন আরিফ , সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান মোল্লা , সাস্থ্যবিষয়ক সম্পাদক নাজমুন নাহা মন্টি , সহ সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান মনির , সহ সভাপতি মো: আলামিন , ত্যথ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: মফিজুল ইসলাম, অর্থ সম্পাদক মো: লিখন মিয়াসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি বলেন মানবতার কল্যাণে এই সংগঠনের পথ চলা।২০০৯ সাল থেকে সবাই কে সাথে নিয়ে এই সংগঠনটি অসুহায় মানুষের জন্য কাজ করে আসছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় , খাদ্য ও ঔষধপত্র বিতরণ করে আসছে। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
সমাজের সকলের কাছে অনুরোধ করে বলেন আপনার একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগাব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান , শীতার্তা মানুষের পাশে দাঁড়ান।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স