আরএমপির ট্রেনিং স্কুলে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২১-০১-২০২৫ ০৮:০৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৫ ০৮:০৩:৩৮ অপরাহ্ন
আরএমপির ট্রেনিং স্কুলে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ট্রেনিং স্কুলের আয়োজনে মানব পাচারের ভিকটিম চিহ্নিতকরন, মানব পাচার মামলা সংক্রান্ত তদন্ত এবং ট্রমা ইনফরমড ভিকটিম কেন্দ্রীক সেবা প্রদান বিষয়ক এক দিনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরএমপি'র বিশেষ পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের ঝুঁকি ও নিরাপত্তা উপদেষ্টা জনাব মোশাররফ হোসাইন, অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) জনাব মো: হাসিবুল ইসলাম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট অমৃতা সরকার এবং এলসিএফ জনাব আশরাফুল-আল-আমিন।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি'র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব সাবিনা ইয়াসমিন ও সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) জনাব মোসা: আরজিনা খাতুনসহ আরএমপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রশিক্ষণের লক্ষ্য ছিল মানব পাচার সংক্রান্ত আইনগত এবং সামাজিক সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা এবং ভিকটিমদের সঠিকভাবে সহায়তা ও সেবা প্রদান নিশ্চিত করা।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স