রাজশাহীর পুঠিয়ায় বনভোজনে আসা ছাত্রদের সাথে স্থানীয় অটোচালক ও বখাটেদের হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার (২টা ৩০) দিকে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ থেকে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে আসা বনভোজনের এক সাথে বেপোড়োয়া অটো চালানোর কারণে চালকের সাথে শিক্ষকের বাকবিতন্ড হয়৷ পরে ছাত্ররা গাড়ি থেকে নেমে আসলে এক পর্যায়ে ওটো চালকের আত্মীয় ও স্থানীয় বখাটেরা লাঠি দিয়ে ছাত্রদের মারধর করে৷
এ ঘটনায় ৩ জন ছাত্র আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক। পওে থানা পুলিশ ঘঁনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের মজিদুলের ছেলে ওমর ফারুক (১৮), আনিসুল ইসলাম ছেলে শিশির (১৮) ও সাখাওয়াত ছেলে বেলাল (১৯)।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ছাত্রদের সাথে অটোচালকের আত্মীয় স্বজন ও স্থানীয়কিছু লোক এ ঘটনা ঘটিয়েছে৷ এখনো কোনো অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থ নেয়া হবে৷