চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক সেমিনার অনুষ্ঠিত।
Youth Foundation Rohanpur এর উদ্যোগে ৪০ দিন ব্যাপী ফজর ক্যাম্পেইনটি সফলভাবে সমাপ্তের মাধ্যমে সকল কিশোরদের নিয়ে ৫ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়ের মাধ্যমে বিগত বছরের ১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইন সফলভাবে সমাপ্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন Youth Foundation Rohanpur আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় রহনপুর আহম্মদী বেগম উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও একটি ইসলামিক দাওয়াহ সেমিনারের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন Youth Foundation Rohanpur এর সভাপতি আমিরুল মমিন।
সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শায়েখ নুর মোহাম্মাদ কাশেমী (হাফিঃ) মুহতামিম, নিউ মার্কেট মাদ্রাসা, রাজশাহী ও মুহাম্মাদ রাফিউজ্জামান রাফি (Motivational Speaker, Trainer, Influencer, Innovator, Entrepreneur)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক রহনপুর মহিলা কলেজ, মনিরুজ্জামান ডাবলু, স্টেশন বাজার শাহী জামে মসজিদ মাওলানা আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিল রহনপুর ৫ নং ওয়ার্ড জাহিদ হাসান মুক্তা, ব্যবসায়ী তরিকুল ইসলাম( ফিটু)Youth Foundation Rohanpur সেক্রেটারি শিহাব আলি, জুলকার আলী সহ সংগঠনের সকল সদস্য, স্থানীয় ওলামায়ে-কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।