বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে দুর্বার রাজশাহী। তবে ম্যাচ শুরুর আধঘন্টা আগে জানা যায়, পারিশ্রমিক না পাওয়ায় দলটির বিদেশি ক্রিকেটাররা মাঠেই আসেননি। এবার জানা গেলো, আজকের ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটারকে ছাড়াই খেলবে রাজশাহী।
ম্যাচ শুরুর আগে রাজশাহীর দেশি ক্রিকেটারদের ওয়ার্ম আপ করতে দেখা গেলেও দেখা যায়নি বিদেশি কোনো ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশী কোনো ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি।
এদিকে এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে বিসিবি কঠিন ব্যবস্থা নিবে বলেই জানা গেছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বললেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’