1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

'আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেবে না ইসলামী ছাত্রশিবির'

আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২২:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২২:১৪ অপরাহ্ন
'আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেবে না ইসলামী ছাত্রশিবির' ছবি: দৈনিক সোনালী রাজশাহী
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিশাল মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর জাদুঘর মোড় থেকে এ মিছিল শুরু হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে ইসলামী ছাত্রশিবির আর কোনো স্বৈরাচারকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেবে না বলে হুশিয়ারি দেওয়া হয়। 
 
সংগঠনটির রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত মিছিলটি রাজশাহী কলেজের সামনে দিয়ে মনিচত্বর, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি মোড়, সাগরপাড়া, রানিবাজার ও গণকপাড়াসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
 
মিছিলে 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার,' 'ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ', 'রাজশাহীর মাটি, শিবিরের ঘাটি,' 'বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,' 'উহুদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', এসো ভাই দলে দলে, 'শিবিরের ছাত্রশিবিরের দলে দলে', 'শুভ শুভ শুভ দিন, আজ শিবিরের জন্মদিন' ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
 
মিছিলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক সাবেক ছাত্রশিবির নেতা আশরাফুল আলম ইমন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি শামীম উদ্দিন, সেক্রেটারি ইমরান নাজির, ডা. সাখাওয়াত হোসেন এবং মো. রুবেল হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে অংশ নেন নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। মিছিলটি কয়েক কিলোমিটার রাস্তা ছড়িয়ে যায়।
 
মিছিল শেষে জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া বলেন, ছাত্রশিবির আজ ৪৮ তম বছরে পদার্পণ করেছে। আমাদের এই ৪৮ বছরের পথ ছিল কণ্টকাকীর্ণ। অনেক নির্যাতিত হয়েছি। তবে আমরা বিশ্বাস করি, ছাত্রশিবির যে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল, সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রশিবির প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষাধিক জনশক্তি মাদক সেবন করে না, ইভটিজিং করে না৷ দেশের ক্যাম্পাসগুলো নিরাপদ করতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ২৪ এর আন্দোলনে শিবিরের অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছেন। 
 
তিনি বলেন, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, তার ফাঁসি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের আনাচে কানাচে এখনো স্বৈরাচারের দোসররা রয়েছে। যে ধরণের বিচারের কথা ছিল, তা হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে আহতদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার দাবিও ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় নেতা।
 
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি শামীম উদ্দিন বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি আজকের এই দিনে ৬ জন ভাইকে নিয়ে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছিল। এই ৪৮ বছরে আমাদের ২৩৪ ভাইয়ের জীবন দিতে হয়েছে। অনেক ভাইকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে, অনেককে জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমরা শহীদদের সাথে বেইমানি করবো না। ইসলামী ছাত্রশিবিরের ইতিহাস নৈতিকতার ইতিহাস, শিবিরের ইতিহাস দেশ গড়ার ইতিহাস। কারো সাথে আঁতাত না করে ছাত্রশিবির রাজপথে ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। 
 
সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির। এ সময় তিনি বলেন, আমরা কোনো স্বৈরাচারকে শাসন ক্ষমতায় আসতে দেব না। 
 
এদিকে, বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) বিকেলে সংগঠনটি আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিবির সঙ্গীতের রচয়িতা ও রাজশাহী মহানগরীর প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. মোহাম্মদ মোরশেদ আলী। 
 
এদিকে বেলা ১০ টায় র্যালি করেছে রাজশাহী জেলা পূর্ব। 
 
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের উদ্যোগে প্রায় ৩০০০ নেতাকর্মী নিয়ে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। 
তাদের র্যালিটি শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ট্রাফিক অতিক্রম করে তেলপাম্প পৌছায় সেখান থেকে ঘুরে আবার বানেশ্বর চৈতালি মার্কেট পর্যন্ত এসে পূণরায় ঘুরে ট্রাফিকমুড়ে এসে শেষ হয়৷ সে সময় তারা শ্লোগান দেন, শুভ শুভ শুভ দিন ছাত্রশিবিরের জন্ম দিন, এসে নবীন দলে দলে ছাত্রশিবিরের পতাকা তলে,
শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম,
টেকনাফ থেকে তেতুলিয়া শিবির আছে দেশ জুড়িয়া,
রূপসা থেকে পাথুরিয়া শিবির আছে দেশ জুড়িয়া, 
এসে নবীন ভয় নাই শিবিরে সন্ত্রাস নাই,
শুভ শুভ শুভ দিন ছাত্রশিবিরের জন্ম দিন,
আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার শপথনিন
ছাত্র শিবিরে যোগ দিন। সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার শপথ নিন,ছাত্রশিবিরে যোগ দিন।
সেখানে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেল আলী, সেক্রেটারি আব্দুর রব, বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদসহ ৩০০০ নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ