1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৭:২২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৭:২২:৪৯ অপরাহ্ন
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ১৬
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, এ ঘটনায় যেসব পুলিশ জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না; সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে। যারাই পদক্ষেপ নিতে বিলম্ব করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদ লালন করা কোনো পুলিশ প্রশাসনে থাকবে না।
 
এ ছাড়াও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই গাজীপুরসহ সারাদেশে শুরু হবে এই অভিযান।
 
উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ