তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দুবছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে জঙ্গিদের লিডার প্রমাণে ভারতীয় মিডিয়া মিলিয়ন ডলার খরচ করছে।
এসময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী লীগ ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।