রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এর পর একে একে চলে গেল ১৩টি বছর। তবুও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের আশ্বাসেই আদালতে ঝুলছে মামলা।
খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন (প্রয়াত) বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। সেই দুইদিনের ৪৮ ঘণ্টাই আজ ৪৭৪৫ দিন পার করলো।
এছাড়া খুনের দুই দিন পর পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহামুদ খন্দকার বলেছিলেন, তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। সেই মামলাই উল্টো ১৩ বছর ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা হয়নি আজও। আদালতে রিপোর্ট জমা দিতে তারিখ নির্ধারন করা হয়েছে ১১৫ বার।
সেই দিন বেঁচে যাওয়া তাদের সেই ৫ বছরের শিশু মেঘের বয়স এখন আঠারো। হাজার ডাকেও সাড়া দেন না মা, ব্যস্ততা শেষে বাবাও জানতে চান না মেঘ কেমন আছে! তবে মেঘের ভিষণ জানতে ইচ্ছে করে কেমন আছেন তার মা-বাবা!
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর উচ্চ আদালতের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বরে পিবিআইপ্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। তিন মাসে কতদূর এগিয়েছে তদন্ত?
পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল বলেন, ১২ বছর যে তদন্ত করা হয়েছে, তাতে তারা কী পেয়েছেন- সেটার রিভিউ করতে হচ্ছে। যারা অতীতে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাদের বক্তব্য নেয়া হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশা করি।
বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে।
তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত সময় আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে। এ ব্যাপারে যেসব দক্ষ কর্মকর্তাদের জড়িত করা হয়েছে, তদন্তের ক্ষেত্রে তাদের ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। বাকিটা নির্ভর করছে ডিএনএ পরীক্ষাসহ কিছু প্রযুক্তিগত তথ্যপ্রমাণের ওপর। সেগুলো নিয়ে পর্যালোচনা চলছে। পিবিআই কর্মকর্তা আমাদের সঙ্গেও কথা বলছেন। আমরা আশা করছি, তারা ফলপ্রসূ কিছু বের করতে পারবেন। এখানে শুধু একটাই চ্যালেঞ্জিং বিষয় আছে, সেটা হলো যেহেতু অনেক দিন পার হয়ে গেছে, সেজন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করার ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে।
মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমেল বলেন, ধামাচাপা দেয়ার চেষ্টা সফল হতে দেয়া হবে না।