রাজশাহী মহানগরীর ২৫ নং ওয়ার্ডের তালাইমারী শহীদ মিনারের বাসিন্দা রাজশাহী ব্যুরো জাতীয় দৈনিক বর্তমান,
উত্তরবঙ্গের প্রধান প্রতিবেদক ও জাতীয় দৈনিক যায়যায় কাল পএিকা,অনলাইন নিউজ পোর্টল স্বাধীন বাংলাদেশ ২৪ ডট কমের উপদেষ্টা,অনলাইন নিউজ আলোর তরীর
সম্পাদক মো: পাভেল ইসলাম মিমুল ও মোসাঃ রিমু খাতুন দম্পতির একমাত্র পুত্র সন্তান মো: মাইসান ইসলাম আরাফ প্রেম এর ২য় তম শুভ জন্মদিন আজ।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের আজকের এই দিনে পাভেল ইসলাম মিমুল ও রিমু খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মো: মাইসান ইসলাম আরাফ প্রেম।
আরাফের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও রাজনীতিবিদ
সহ সুধীজন।
মাইসান ইসলাম আরাফ প্রেম এর শুভ জন্মদিনে সকলের নিকট দোয়া কামনা করেছেন,তার বাবা-মা,দাদা মো: টুটুল শেখ,দাদি মোসাঃ স্বাধীন বেগম,নানা মোহাম্মদ রেজাউল করিম,নানী আফরোজা বেগমসহ চাচা-চাচী,ফুপা ফুফি,
মামা-মামী আত্মীয়-স্বজন ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।