1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে তিন শহীদ পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:৫৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:৫৫:১৪ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে তিন শহীদ পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান
জেলা পরিষদের অর্থায়নে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে নাটোরের সিংড়ার শহীদ রমজান আলী, শহীদ সোহেল রানা ও শহীদ হ্নদয় হোসেনের পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
 
১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রত্যেক শহীদ পরিবারের কাছে দুই লাখ টাকার চেক ও ফলের ঝুড়ি উপহার দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাজীপুর গ্রামের শহীদ রমজান আলীর বাড়িতে যান জেলা প্রশাসক। শহীদ রমজান আলীর সাথে কুশল বিনিময় করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। পরে রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামে শহীদ সোহেল রানা ও ছাতারদীঘি ইউনিয়নের শহীদ হ্নদয় হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং এই অর্থ প্রদান করেন জেলা প্রশাসক।
 
উপস্থিত ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিয়াদ, আদনান সরদার, আব্দুল মমিন, সাব্বির হোসেন প্রমূখ। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গণঅভ্যুত্থানে প্রত্যক নিহত শহীদ পরিবারের পাশে রয়েছে প্রশাসন। সরকারি ভাবে সকল সুযোগ সুবিধা পাবেন শহীদ পরিবারের সদস্যরা এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ