রাজশাহীর মহানগরীর বেলপুকুরে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী আসাদুল (৩২) কে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
সোমবার বিকেল ৪ টার দিকে বেলপুকুর থানাধীন মাহিন্দ্রা গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। সে সময় তার কাছে থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী মহানগরীর কাটাখালি থানাধীন বাখরাবাজ মধ্যপাড়া গ্রামের আশরাফের ছেলে। শীর্ষ এই মাদক ব্যাবসায়ীর নামে আগের (পূর্বের) ৭টি মামলা চলমান বলে জানান থানা পুলিশ।
আটকের বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাহেন্দ্রা পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে আসামী আসাদুলকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বে ০৭ টি মাদক মামলা আছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।