ভাষা শহীদদেন স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।
রাষ্ট্র ভাষা বাংলার জন্য পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহীর পুঠিয়া উপজেলার শহীদ মিনারে ফুল দেন তিনি৷ তার সাথে শ্রদ্ধা নিবেদন করেন থানার
এসআই সিদ্দিকুর রহমান, এসআই নাসির উদ্দিন
কনস্টেবল মিনারুল, রাজু, মিনহাজ, সুলতান ও মিজান।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দিবসটি আমাদের গৌরবের। মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে পালন হচ্ছে, ইতিহাস ঐতিহ্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমার ফোর্স নিয়ে আমি শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছি।