1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পিকনিকে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন
পিকনিকে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল থেকে শিক্ষাসফর পিকনিকে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও চর আদ্রা মধ্যপাড়া গ্রামের ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে।
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনে বের হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিনিময় সোনিয়ার ২টি বাস ভাড়া করে প্রতিষ্ঠান থেকে রওনা হলে পথিমধ্যে সোনাকান্দর বাঘমারা মোড় পর্যন্ত গেলে রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে। হঠাৎ রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় রাশেদুল। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠান থেকে ১৩০ জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুইটি বাসে গাজিপুরের উদ্দেশ্যে যাত্রা করি। পথিমধ্যে চলন্ত বাসের জানালা দিয়ে রাশেদুল মাথা বের করলে গাছের ডালের আঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আমরা গভীরভাবে শোকাহত।
 
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ