1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতারণকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১১:০৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১১:০৫:১১ অপরাহ্ন
পুঠিয়ায় টিসিবির কার্ড বিতারণকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহী পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে।
 
রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ঢাকা- রাজশাহী মহাসড়ক এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 
 
এলাকাবাসীরা জানায়, বানেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার যুবদলের কর্মী মিঠুনের টিসিবির কার্ড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুইজনের মাঝে কথা কাটাকাটি হয়। রফিক মেম্বার আনোরল ইসলাম জুম্মার অনুসারী আর মিঠুন ইসফা খারুল হক শিমুলের কর্মী বলে জানা গেছে।
 
 সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় রফিক মেম্বার। মেম্বারের লোকজন মিঠুনের ভাগিনার দোকানে হামলা ও লুটপাট চালায় । রফিককে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংঙ্খাজনক। অপর পক্ষে আহতরা হলেন, আহসান ও মিঠুন।
 
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ