পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে মাটিবাহী ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় অবৈধভাবে মাটি কর্তন ও উত্তোলনের কাজে ব্যবহৃত এক্স্যাভেটর (ভেকু) মেশিনের দু'টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া লেপপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, উপজেলার সাতবাড়িয়ার লেপপাড়া গ্রামের সাহিন হোসেন নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। মাটি বোঝাই ভারী যানবাহন চলাচলে গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। তাই এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ইটভাটায় মাটি সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ির চালককে 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩' এর ১৫(১)(খ) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কৃষি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।