1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সবাই ব্যস্ত ছবি তুলতে, সাবেক শিবির নেতা একাই ছুটে গেলেন অগ্নিকাণ্ড নেভাতে!

বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, সাবেক শিবির নেতার প্রচেষ্টায় রক্ষা পেল হাজারও প্রাণ!

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৫:২৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৫:২৬:৪২ অপরাহ্ন
বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, সাবেক শিবির নেতার প্রচেষ্টায় রক্ষা পেল হাজারও প্রাণ! ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীতে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নগরীর ব্যস্ততম লক্ষিপুর এলাকায় শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনের বৈদ্যুতিক খুঁটিতে এ ঘটনা ঘটে। এ সময় সবাই ছবি ও ভিডিও করছিলেন। তবে ছাত্রশিবিরের সাবেক এক নেতার চেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা।
 
ছাত্রশিবিরের সাবেক ওই নেতার নাম হাফেজ মো. খাইরুল ইসলাম। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি। বর্তমানে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরীর এসিসট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
 
জানা গেছে, রোববার দুপুর ১টা ৪০ মিনিটে নগরীর ব্যস্ততম ক্লিনিকপাড়া হিসেবে পরিচিত লক্ষিপুর মোড়ের অদূরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। পটপট শব্দে বৈদ্যুতিক তার পুড়ে পুড়ে মাটিতে পড়ছিল। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষভাবে শিক্ষাবোর্ডের ভেতরে অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারিরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় সড়কের একপাশে অবস্থান নিয়ে অনেকে মোবাইলে ছবি ও ভিডিও করছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই কারেন্টের তার থেকে খুঁটিতে আগুন লেগে যায়। তখন আমরা ভয়ে দূরে অবস্থান করি। এ সময় মাথায় টুপি ও পাঞ্জাবি-পাজামা পরিহিত একজন বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলেন। আর এদিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস অফিসে। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছেন। তবে তার আগেই ওই ব্যক্তি কারেন্টের ওই খুঁটির দিকে এক ধাপ দু ধাপ করে এগিয়ে যেতে থাকেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পানি ছিটিয়ে আগুন নেভানো শুরু করেন। আর আগুন লাগা তারগুলো সরিয়ে দিচ্ছিলেন তিনি। আগুন নেভানোর সময় শিক্ষাবোর্ডের ভেতরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভেতরেও ছুটে গিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, নিঃসন্দেহে এটা দুঃসাহসিক কাজ। আমরা সবাই যখন ছবি তুলছিলাম দূর থেকে, তখন দেখছি উনি খুঁটির কাছে গিয়ে তারে হাত দিচ্ছিলেন। ফায়ার সার্ভিস পানি দিয়ে নেভানোর পর তারগুলোর জঞ্জাল তিনি নিজে হাতে সরিয়েছেন। এরপর সড়কে যান চলাচলও তিনি স্বাভাবিক করে গেছেন। তিনি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে কারেন্ট লাইন বন্ধ করতে না বললে আরও ছড়িয়ে পড়তো আগুন। পাশে শতাধিক হাসপাতাল ও ক্লিনিকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে এসেছেন, ভর্তি রয়েছে। ভেতরে শিক্ষাবোর্ডের কয়েকশো কর্মকর্তা-কর্মচারী অফিস করছিলেন। উল্টোদিকে সড়ক ও জনপথের সরকারি অফিস এবং একটি ওষুধ কোম্পানির অফিস। নগরীর ব্যস্ততম এলাকা এটি। আগুন আরেকটু ছড়িয়ে পড়লে অনেক বড় ক্ষতি হত, অনেক প্রাণহানি হতে পারতো। কিন্তু সেটা হয়নি। অবশ্যই তার তাৎক্ষনিক ওই ভূমিকা প্রশংসনীয়।
 
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর এসিসট্যান্ট সেক্রেটারি হাফেজ মো. খাইরুল ইসলাম বলেন, আমাদের সংগঠন জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে বদ্ধ পরিকর। দেশ ও জনগণের জন্যই আমরা কাজ করে থাকি। যেখানে আগুন লেগে দিনদুপুরে এতবড় দুর্ঘটনা ঘটতে চলছে, এটা স্বচক্ষে দেখে তো দাঁড়িয়ে থাকতে পারি না। তাই এগিয়ে গিয়েছি। 
 
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ, ডিশ লাইন ও ইন্টারনেট সংযোগের অনেকগুলো তার পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মানুষ সচেতন হলে বড় দুর্ঘটনা রোধ করা সম্ভব।
 
জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছিলেন, পরে বিদ্যুৎ অফিসের লোকজন এসেছেন। আগুন নেভানো হয়েছে। আমাদের লোকজনের ও অফিসের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বড় ঝুঁকিতে ছিলাম। এখন আমরা নিরপদ আছি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ