রাজশাহী মহানগরীর বেলপুকুরে সড়ক দূর্ঘটনায় আলিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে মহানগরীর বেলপুকুর থানাধীন বিজিবি চেকপোস্ট বড়ধাদাশ গ্রামে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে। সে পুঠিয়া উপজেলার বেলপুকুর ভোকেশনাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীতে অধ্যায়নরত ছিলো।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুরের চেকপোস্ট সংলগ্ন বড়ধাদাশ রাস্তায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হলে এমতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।