গোদাগাড়ী থেকে পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারাবরিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে
গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে গোদাগাড়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোসাঃ নাজমা (৫৩) ও ২। মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
শনিবার দুপুরে গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়ে তিনি বলেন
এদিন ভোরে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এস আই রফিকুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স-সহ ভোর ৬ টার দিকে গোদাগাড়ী থানাধীন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামীদ্বয়কে আটক করে পুলিশ। শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত দুই নারীর দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।