রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন৷ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
বুধবার সকাল ১০ টার সময় মহানগরীর বেলপুকুর থানার সামনে রাজশাহী থেকে নাটোরগামী বাস বিসমিল্লাহ ডাউল মিলের লোডকরা ট্রাকে ধাক্কা দিলে বাসের হেলপার সহ ৩ জন গুরুতর আহত হয়৷
আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ বর্তমানে তারা হাসপাতালের আট নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন৷
আহতরা হলেন, মতিহার থানার কাজলা এলাকার ঝলমলিয়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা (২৬), পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের কবিরের ছেলে মোহাম্মদ সাবির আহমেদ (৩০), মতিহার থানার বিনোদপুর এলাকার আহসানের মেয়ে মোছাম্মৎ রোকেয়া (৪০)।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বিসমিল্লাহ ডাউলমিলের ট্রাক দাড়িয়ে ছিলো৷ সে সময় রাজশাহী রংপুরের বাস রাজশাহী থেকে যাওয়ার সময় সমনা সামনি ধাক্কা দেয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে৷ তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।