1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন
পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫ ছবি: দৈনিক সোনালী রাজশাহী
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
 
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা অ্যাগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
 
বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে আসছিল। এই সময় বাস-অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এ ঘটনা আরও তিনজন গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
 
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ