রাজশাহীর পুঠিয়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টা থেকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা জাগীর দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন, জাগীর পাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল কাশেম । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক রাজশাহী ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব মোঃ জিয়াউর রহমান।
প্রধান মেহমান ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরী। তার আগে বক্তব্য রাখেন, দেওয়ান পাড়া মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ আলী।
মাহফিল কমিটির সহ-সভাপতি ছিলেন, মো ইব্রাহিম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহেন্দ্রার শিল্পপতি জুট স্পিনার্স প্রাঃলিঃ ফজলুর রহমান, নাবিল গ্রুপের ডাইরেক্টর, ইন্ডাস্ট্রিয়ার প্লানিং এন্ড ডেভেলপমেন্ট মোঃ মামুনুর রশিদ, বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম (রাকিব), বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুবাক্কার। এসময় স্রোতাদের উপস্থিততে মাহফিল সাফল্য মন্ডিত হয়।
দৈনিক সোনালী রাজশাহী / সোহানুর