1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিবপুরে

এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুইজনের সাজা

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১২:৪৭:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১২:৪৭:৫২ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুইজনের সাজা
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসে (মোবাইল) প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে দুইজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত।
 
১৫ এপ্রিল, মঙ্গলবার উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
 
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।
 
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান প্রদান করছিলেন। এ সময় তারা ভ্রাম্যমান আদালতের হাতে আটক হয়।আটককৃতদের মোবাইল ডিভাইস যাচাইয়ের পর সত্যতা পাওয়ায় তাদেরকে ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
 
এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান জানান, পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোন সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুঃ আবদুর রহিম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তারা মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদান করার সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুইজনকে সাজা দেওয়া হয়েছে।
 
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ