নিউজ ডেস্ক :ঢাকাসাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।
তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে, এম এ কুদ্দুস দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।
এম এ কুদ্দুস শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।