ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে রুরুর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন এবং দফতর সম্পাদক আমানুল্লাহ আমানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রুরুর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি সোহাগ আলী, অর্থ সম্পাদক ইবতেশাম শান্ত, দফতর সম্পাদক দীন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফুল ইসলামসহ অন্যান্য সদস্য, শিক্ষানবিশ রিপোর্টার এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় রুরু। এছাড়া মতবিনিময়কালে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা। ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়। দেশ ও জনগণের স্বার্থে আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন তারা।