1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আ. লীগ নেতাকে গুলি, কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:২৬:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে আ. লীগ নেতাকে গুলি, কুপিয়ে জখম
 
রাজশাহী নগরীতে রবিউল ইসলাম রবিকে (৪০)
নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করার পর কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 
 
আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
রবিউল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আলোচিত শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামী। তার ছোট ভাই ২৬ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তির পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
 
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মোসতাক হোসেন বলেন, রবিউল সাহেব বাজার থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় খড়বোনা এলাকায় রিকশা থামিয়ে গুলি করার পর তাকে কোপানো হয়। ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।
 
আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ৫টি মামলার আসামি রবিউল। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এর আগে ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জে জনতার হাতে আটক হয়েছিলেন আত্মগোপনে থাকা রবিউলের ভাই শহিদুল ইসলাম। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শহিদুল কারাগারে থাকলেও রবিউল জামিনে বের হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ