পাওয়ার ট্রলির সিটের নিচে ৩৬৫ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে সহোদর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তারা তাদের গ্রেফতার করেন।
রাতে সংস্থাটির রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক জিললুর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫)। তারা আপন দুই ভাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক জিললুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনভর বিরতিহীন অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহীর তানোর পার হয়ে বাগমারা দিয়ে আত্রাই অতিক্রম করে অবশেষে নাটোরের সিংড়া থানার শেরকোল এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, পাওয়ার টিলারের টুল বক্সের ভিতর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। গ্রেফতার দুই ভাই মাদক কারবারি। পরবর্তীতে নাটোরের সিংড়া থানায় একটা নিয়মিত মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন জিললুর রহমান।