1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে বেসরকারি নার্সিংয়ের ইন্টার্নশিপ চালু করতে তৎপর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:৩৩ অপরাহ্ন
রামেক হাসপাতালে বেসরকারি নার্সিংয়ের ইন্টার্নশিপ চালু করতে তৎপর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স 
 
রাজশাহী  মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। এর অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএনএমসি) সৌজন্য সাক্ষাৎ করে সৃষ্ট সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
 
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনএমসির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিনের সাথে সৌজন্য সাক্ষাত করে এ আবেদন জানান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। 
 
এ সময় তিনি বলেন, " রাজশাহী বিভাগীয় শহর। উত্তর জনপদের হাজারও মানুষের চিকিৎসার ভরসাস্থল রামেক হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালে বেসরকারি নার্সিংয়ের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ করতে পারবেন না, এটা মেনে নেয়ার নয়। ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা বর্তমানে সুযোগ পাচ্ছেন, কিন্তু হাসপাতালে ডিউটিতে গিয়ে তাদের নানা ধরণের বিড়ম্বনায় পড়তে হয়। যা মোটেও কাম্য নয়।"
 
আমানুল্লাহ আমান বলেন, "ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদেরও ডিউটি ও ইন্টার্নশিপ সরকারি হাসপাতালে বন্ধ করে দেবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। রামেক হাসপাতালে অবশ্যই নার্সিংয়ের সব কোর্সের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপের সুযোগ দিতে হবে।"
 
এ সময় বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন বলেন, "রাজশাহীতেই সমস্যাটা আছে। বিষয়টি রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা সচিব স্যারদের মিটিং আছে। উনারা সমাধানের জন্য ব্যবস্থা নেবেন। আমরাও বিষয়টি নিয়ে কাজ করছি। আমরাও অবশ্যই বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করব।"
 
বেসরকারি নার্সিং কলেজের মালিকপক্ষের উদ্দেশে ডেপুটি রেজিস্ট্রার বলেন, কলেজ কর্তৃপক্ষকেও আমরা বলব, হাসপাতাল না থাকলে ভর্তির কোনো আসন আর বৃদ্ধি করা হবে না। প্রয়োজনে কয়েকটি কলেজ মিলে একটি হাসপাতাল করতে হবে, তবু হাসপাতাল থাকা লাগবে এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপের ব্যবস্থা রাখতে হবে। তাছাড়া আমরা কলেজ অনুমোদন দেব না।
 
এ সময় সংগঠনটির কার্যক্রম সম্বন্ধে ইতোমধ্যে অবগত হয়েছেন বলে জানান বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার। তিনি বলেন, "আমি কার্যক্রম দেখেছি। আপনারা এসব ভাল কাজ চালিয়ে যান।"

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ