বরিশাল জয়ন্তি নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়লো কুমির
আপলোড সময় :
১৮-০৭-২০২৩ ১২:০৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৩ ১২:০৬:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : বরিশালের মুলাদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমির । সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোষের চর সংলগ্ন জয়ন্তি নদীতে মাছ ধরার সময় কুমিরটি জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে ধরা পরে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও আইড় পাঙ্গাসের জাল ফেলা হয়। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারি ভারি লাগছিলো। এসময় জাল কাছে আসার পর জেলেরা দেখতে পান কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে স্থানীয় রুবেল মেম্বরকে সংবাদ দেয়। এরপর কুমিরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি জানার পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হয়েছে। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন কুমিরটিকে সংরক্ষণ করার জন্য।
বন অধিদপ্তরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ওয়াইল্ড লাইফ ইনসপেক্টর অসিম মল্লিক বলেন, এটি নোনা পানির একটি কুমির। আমরা এ কুমরটিকে সুন্দরবন করমজল কুমির প্রজনন কেন্দ্রে অবমুক্ত করবো। এটি লম্বায় ৭ থেকে সাড়ে ৭ ফুট হতে পারে। নদ-নদীতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় এ কুমির এসেছে।সূত্র ইত্তেফাক।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স