জমকালো অনুষ্ঠানে প্রদান করা হলো "গ্রিনলিফ বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫"
গ্রিনলিফ বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৩-০৮-২০২৫ ১১:৪৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৫ ১১:৪৩:০১ অপরাহ্ন
রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রদান করা হলো "গ্রিনলিফ বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫"।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, মিডিয়াকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ফ্যাশন, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের অন্যতম সংগঠন গ্রিনলিফ কালচারাল ফোরাম এবং জনপ্রিয় প্রকাশনা গ্রিনলিফ লাইফ স্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এবারের আসরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ডিএফপি তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা 'বাংলাদেশ সমাচার'কে সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গ্রিনলিফ বেস্ট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী প্রজ্ঞাবান ব্যক্তিত্ব বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার গ্রুপের চেয়ারম্যান হাজী শাহাবুদ্দীন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন লেন দেশের বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সাহিত্যিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স