আরএমপি ট্রাফিক অফিসে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২৬-০৮-২০২৫ ১২:৩৯:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৫ ১২:৩৯:০৭ পূর্বাহ্ন
আরএমপি ট্রাফিক অফিসে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে জেসিআই রাজশাহী।
সার্বিক সহযোগিতায় ছিল নিরাপদ সড়ক চাই (নিসচা)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্য ছাড়াও স্থানীয় বাসিন্দারা ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা গ্রহণ করেন ।
ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন দন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, মৌখিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি দাঁতের যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স