1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় টি-টোয়েন্টি খেলতে গেলেন - সাকিব, লিটন এবং মুসফিকুর জিম্বাবুয়েতে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ০৪:১০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ০৪:১০:৩৬ অপরাহ্ন
কানাডায়   টি-টোয়েন্টি খেলতে গেলেন  -  সাকিব, লিটন  এবং মুসফিকুর জিম্বাবুয়েতে
নিউজ খেলাধুলা : কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পাড়ি দিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। একই দিন 'জিম আফ্রো টি-টেন' লিগে অংশ নিতে জিম্বাবুয়ে গেছেন মুশফিকুর রহিম, যেখানে আগে থেকেই আছেন পেসার তাসকিন আহমেদ।


গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০ জুলাই শুরু হলেও পরের দিনের ম্যাচে, চোখ আপনাকে রাখতেই হবে৷ যেদিন ওন্টারিওর সিসিএ সেন্টারে মুখোমুখি হবেন সাকিব ও লিটন। তবে শুধু এ দুজনই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোমাঞ্চ ছুঁয়ে গেছে টাইগার পেসার তাসকিন আহমেদকে। এর আগে দেশের স্বার্থে আইপিএল-পিএসএলের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেয়া তাসকিন জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।

টি-টেন এ লিগে থাকছেন বাংলাদেশের আরো এক প্রতিনিধি। আগেই এ ফরম্যাটকে গুডবাই জানানো মুশফিকুর রহিম। টাইগারদের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে জোবার্গ বাফালোস। এ টুর্নামেন্টেরও শুরু ২০ জুলাই; ফাইনাল ২৯ জুলাই। আফগান সিরিজ শেষে আপাতত টাইগারদের সাময়িক বিশ্রাম; তবে সবার জন্য নয়। সাকিব ও লিটনের গন্তব্য কানাডায়৷ উদ্দেশ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্টে লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। সতীর্থ হিসেবে যেখানে তিনি পাচ্ছেন অ্যালেক্স হেলস, ইফতিখার, সন্দ্বীপ লামিচানে এবং মোহাম্মদ হারিসের মতো তারকা ক্রিকেটারদের। আর সুপার সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স।
২৯ জুলাই থেকে এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে শুরু হবে টাইগারদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। যার শুরু থেকে থাকছেন না ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এ চার ক্রিকেটার৷ তবে টুর্নামেন্ট শেষেই তারা যোগ দেবেন টাইগার স্কোয়াডে

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ