রাজশাহীতে পদ্মানদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২১-০৭-২০২৩ ০৫:২৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৩ ০৫:২৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকালে নগরীর ২৯ নং ওয়ার্ডে মতিহারের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো,মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সকালে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স