গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নওসাদ আলীর নেতৃত্বে গাড়ীবহড় নিয়ে শোডাউন
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                    
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ৩০-১০-২০২৫ ০১:০৬:৫১ পূর্বাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ৩০-১০-২০২৫ ০১:০৬:৫১ পূর্বাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                 
                                  
                             
                            
                            
                            
                                বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুবদলের বর্ণাঢ্য আয়োজনে গোদাগাড়ী পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক কাউন্সিলর নওসাদ আলী এর নেতৃত্বে গাড়ী বহর নিয়ে শোডাউন করেছে শত শত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় গোদাগাড়ীর কাঁকন হাট পৌর এলাকার সদরে অনুষ্ঠিত সমাবেশে মোটরসাইকেল, মাইক্রোবাস, কার, লেগুনা ও বাসে করে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হন গোদাগাড়ী পৌরসভার সিনিয়র বিএনপির নেতা নওশাদ আলী।
বিএনপি নেতা নওসাদ আলী বলেন, গোদাগাড়ী যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সে প্রত্যাশা করি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গোদাগাড়ী যুবদলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। গোদাগাড়ীতে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য  ৩১ দফা বাস্তবায়ন করা। বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়িত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান (মশি)।
এদিন দুপুর ২ টা থেকেই গোদাগাড়ী- তানোর এর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে গোদাগাড়ীর কাঁকন হাট এলাকায় জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল আসতে আসতে এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়। এ সময় ঢাক-ঢোল, ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে চারিপাশ মুখরিত হয়ে উঠে।
                            
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
 
 কমেন্ট বক্স