"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস '২৫ পালিত হয়েছে।
১ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় অফিস আয়োজিত এ দিবসের সূচনাতে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্তরে র্যালী প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আজগর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিবেচনা অফিসার নজরুল ইসলাম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক প্রণয় অধিকারী, ও মোসাঃ লতা বেগম, মহিপাড়া আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান মিশাইল সরেনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, এবং স্কুল মাদ্রাসার শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।