বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের দায়িত্ব পেলেন রেহান আসাদ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০২-১১-২০২৫ ১২:২০:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৫ ১২:৪০:২১ পূর্বাহ্ন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান গোদাগাড়ীর রত্নগর্ভা মায়ের সন্তান মরহুম ড. আসাদুজ্জামান রবুর সুযোগ্য সন্তান। সাবেক আইজিপি ড. এম. এনামুল হক, ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন এর ভাতিজা জনাব রেহান আসাদ রাতুল বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান মনোনিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোদাগাড়ী ও তানোরবাসী ।
মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ লক্ষ্যে নতুনভাবে একজন তত্ত্বাবধায়ক ও সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি। যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত টিম ও টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া স্পোকসপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রেস দেখা-শোনা করবেন সাংবাদিক সালেহ শিবলী। টিভি ও রেডিও সমন্বয় করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল।
গ্রাসরুটস নেটওয়ার্কের লিড দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক তত্ত্বাবধান করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো।
কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধান করবেন ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিংয়ের বিষয়টি দেখবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ রাতুল।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স