দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য রূপালী খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। রুপালী খাতুন ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ সচিব সামিউল মাসুদ স্বাক্ষরিত গত ১০ নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি ২৩ নভেম্বর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা প্রশাসন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে— স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯– এর ৩৪ (৪)(খ) ও (ঘ) ধারার আলোকে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে রূপালী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে রূপালী খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে— উপজেলা নির্বাহী অফিসারের নামে লিখিত মিথ্যা অভিযোগ প্রদান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়নকে কেন্দ্র করে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে-বেনামে মিথ্যা অভিযোগ দাখিল ও ভিডব্লিউবি চাল বিতরণে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা, এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থী। তাই তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বরখাস্তের বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়নের বাসিন্দারা সরকারের এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব’ উল্লেখ করে বিকেলে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, প্রজ্ঞাপন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। আইন ও জনস্বার্থ রক্ষায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন তা কার্যকর করেছে।
স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।