রাজশাহী নগরীতে এবার রেলওয়ের এক স্টাফের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাতে একই সময়ে ডাকাতি স্টাইলে বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসায় দুর্ধর্ষ চুরি হয়।
রেলওয়ের ওই স্টাফের নাম মোসা. সানজিদা। তিনি পশ্চিমাঞ্চলে রেলওয়েতে টিএনএ পদে কর্মরত।
এ বিষয়ে মোসা. সানজিদা বলেন, তিনতলা বাসার নীচতলায় বড় আপু, ভাবি ও আমার বাচ্চাসহ আমরা ৪ জন বসবাস করি। আমার স্বামী বিদেশে থাকেন। চোরেরা আমাদের বাসার রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চুরি করেছে। সকালে কাজের লোক এসে রান্না ঘরে ঢুকে ভেন্টিলেটর ভাঙা দেখতে পায়।
সানজিদা আরও বলেন, রাত আড়াইটা থেকে পৌনে ৩টার মধ্যকার সময়ে এ ঘটনা ঘটতে পারে। চোর চুলা ও রান্না ঘরের জিনিসপত্র যেটুকু পেরেছে চুরি করে নিয়ে গেছে। আমরা আতঙ্কিত অবস্থায় রয়েছি। আমরা চাই, চোরদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।
এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার এসআই শাহ আলম বলেন, চুরির ঘটনা আমরা তদন্ত করছি। আরও একটি এরকম ঘটনা ঘটেছে। তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে নগরীর সপুরা এলাকায় বিমানবাহিনীর এক কর্মকর্তার বাসায় একইভাবে চুরি হয়। চোরেরা ল্যাপটপ, দুটি ব্যাগ, ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।