বাংলাদেশি ব্যাটার হিসেবে নারী র্যাঙ্কিংয়ে সেরা জায়গা পেয়েছেন ফারজানা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-০৭-২০২৩ ১২:০৭:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৭-২০২৩ ১২:০৭:২১ অপরাহ্ন
তৃতীয় ওয়ানডেতে ইতিহাসে নাম লেখান বাংলাদেশ দলের ব্যাটার ফারজানা হক পিংকি
_______________________________________________
নিউজ খেলাধুলা : র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন ফারজানা ভারতের বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একটুর জন্য ওয়ানডে সিরিজ নিজেদের করতে পারেনি জ্যোতি-ফারজানারা। শেষ ম্যাচের রোমাঞ্চকর টাইয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ফারজানা। পুরস্কার পেয়েছেন হাতেনাতে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়েছেন ফারজানা। ২৭ নম্বর থেকে ফারজানার অবস্থান এখন ১৯তম। প্রথম সেঞ্চুরির মতো এখানেও প্রথম তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নারী র্যাঙ্কিংয়ের সেরা ২০-এ জায়গা পেয়েছেন ফারজানা।
দলগতভাবে যেমন উজ্জ্বল ছিল বাংলাদেশ, ছিল ব্যক্তিগত অর্জনও। সিরিজ জিততে না পারলেও তৃতীয় ওয়ানডেতে ইতিহাসে নাম লেখান বাংলাদেশ দলের ব্যাটার ফারজানা হক পিংকি।
______________________________________
ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে হয়ে যান ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন চার ধাপ। ২৩ থেকে নাহিদার অবস্থান এখন ১৯। ওয়ানডেতে বাংলাদেশি কোনো বোলারের এটিই সর্বোচ্চ র্যাঙ্কিং। সেরা ২০-এ অবশ্য এর আগে গত বছর ছিলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। তার অবস্থান ছিল ২০তম।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স