রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বিজয়। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন একই গ্রামের স্বেচ্ছাসেবক আরেফিন দুর্জয়, হাসান আল মামুন ও মিলন।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে তিনি গ্রামটির বিভিন্ন পাড়ায় ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জামিরা গ্রামের নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও বয়স্করা শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিনাতিপাত করছিলেন। এই দুস্থ মানুষদের কষ্ট লাঘবে বিজয় ও দুর্জয় সাংগঠনিক উদ্যোগে এগিয়ে আসেন।
রাত গভীর হলেও তিনি স্বেচ্ছাসেবকদের নিয়ে গ্রামের অলিগলি ঘুরে প্রকৃত অসহায়দের খুঁজে বের করেন এবং তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কনকনে শীতে হঠাৎ শিয়রে কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মোখলেসুর রহমান বিজয় বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তার অন্যতম ভিত্তি হলো একে অপরের বিপদে পাশে দাঁড়ানো। জামিরা গ্রামের সাধারণ মানুষের শীতের কষ্ট দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও পুঠিয়ার অন্যান্য এলাকায় অব্যাহত থাকবে।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে এই মানবিকতা কে স্বাগত জানাই, সেই সাথে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাজু৷