কনকনে শীত উপেক্ষা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ইসফা খায়রুল হক শিমুল। বুধবার রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধাদাশ, চকধাদাশ ও দোমাদিসহ বেশ কিছু এলাকায় ব্যতিক্রমী কায়দায় ভ্যানে চড়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি।
নির্বাচনী প্রচারণার সময় শিমুল সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। কোনো বড় গাড়ি বহর ছাড়াই সাধারণ একটি ভ্যানে চড়ে তার এই গণসংযোগ স্থানীয় ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
প্রচারণাকালে ইসফা খায়রুল হক শিমুল বলেন, "জনগণ পরিবর্তন চায়। আমি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথে থাকতে চাই। এই শীতেও মানুষের ভালোবাসা আমাকে মাঠে থাকতে সাহস জোগাচ্ছে। নির্বাচিত হলে এই বেলপুকুরের মানুষের অধিকার আদায়েও কাজ করব।"
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আলামিনসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। নির্বাচনী এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ভোটারদের জটলা আর শিমুলের এই ‘ভ্যান-প্রচারণা’ সাধারণ মানুষের নজর কাড়ছে। এলাকাবাসীর মতে, প্রচারণার এই সাদামাটা ভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে।