রাজশাহীর পুঠিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার ভস্মীভূত হয়েছে। এতে খামারে থাকা প্রায় ১ হাজার ৫০০ মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের বড় ধাদাশ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বড় ধাদাশ গ্রামের মো. মাসুদ রানার খামারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের পোড়া গন্ধ ও হৈচৈ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা খাইরুল জানান, "পোড়া গন্ধ পেয়ে আমরা সবাই বের হয়ে আসি। চারদিকে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি খামারে আগুন লেগেছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।"
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই খামারের ভেতরে থাকা ১ হাজার ৫০০ মুরগির বাচ্চা এবং অবকাঠামো পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত খামারি মাসুদ রানা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তার প্রায় ৬ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত খামারির পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। জামায়াত নেতারা জানান, "ঘটনা জানার পর মানবিক দিক থেকেই আমরা দ্রুত ছুটে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।"
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে আশেপাশে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরজুন বলেন, "মাসুদ নামের একজন ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। তাকে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে আমি একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠাচ্ছি।"